মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনীতে উপজেলা আইনশৃংখলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান লাইলা আরজুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, গাংনী থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তেুতঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ। সভায় কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।