আপডেট:
মেহেরপুর নিউজ,০৬ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার ইকুরি গ্রামে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে স্বামী-স্ত্রী দু’জনের বিষপান করার ঘটনায় স্ত্রী রোজিনার পর রাতে স্বামী বুজুর আলীও মারা গেছেন। জানা গেছে, শুক্রবার বিকালে পারিবারিক কলহের জের ধরে ইকুরি গ্রামের বুজুর আলীর সাথে তার স্ত্রীর বিবাদ হয়। এ ঘটনার পর তারা দুজনেই অভিমান করে ঘরে থাকা বিষ পান করে। তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্খায় স্ত্রী রোজিনা মারা যায়। এবং স্বামী বুজুর আলী আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে রাত সোয়া ১০ টার দিকে বুজুর আলীও মারা গেছেন। গায়নী থানার ওসি আকরাম হোসেন জানান, স্বামী-স্ত্রী দুজনের লাশই পুলিশ হেফাজতে রাখা হয়েছে।