গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ দখলদার ভােলাডাঙ্গা গ্রামের আবুল হোসেনকে অফিসে তলব করা হয়েছে।
সোমাবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোলাডাঙ্গা গ্রামের মৃত শাহাজ উদ্দীনের ছেলে আবুল হোসেন ভোলাডাঙ্গা হাটের সরকারি জমির একাংশ দখল করে পাঁকা ঘর নির্মাণ করছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পুলিশ সদস্যরা অবৈধ স্থাপনার বিষয়ে ঘটনাস্থলে গেলে আত্নগোপন করে দখলদার আবুল হোসেন। অনেক চেষ্টার পর মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেও ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় আবুল হোসেনের অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয় এবং আবুল হোসেনকে অফিসে তলব করা হয়। এসময় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটিদল সেখানে উপস্থিত ছিল।