মেহেরপুর নিউজ,১৩ মার্চ:
অপহরনের চেষ্টা কালে মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা এলাকা থেকে দু অপহরণকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার মুন্দা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,চরগোয়াল গ্রামের ইমারুদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও নছিমন চালক একই গ্রামের হাসমত আলীর ছেলে আজম (৩০)।
স্থানীয়রা জানায়,মুন্দা এলাকা দিয়ে একটি নছিমন যাওয়ার সময় এক মহিলা (অর্থি ছদ্দনাম) যাত্রী চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ হলে নছিমনে থাকা শরিফুল ইসলাম ও চালক আজম কে আটক করে গন পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। অর্থি (ছদ্দনাম) উপজেলার চরগোয়াল গ্রামের বাসিন্দা।
নছিমন চালক আজম জানান,চরগোয়াল গ্রামের ইমারুদ্দীনের ছেলে শরিফুল ইসলাম চরগোয়াল গ্রাম থেকে মুন্দা যাওয়ার জন্য ২শ টাকা দিয়ে ভাড়া করেছিল। এ ঘটনার সাথে সে জড়িত নয় বলে দাবি করেছে। মুল অভিযুক্ত শরিফুল ইসলাম অসুস্থতার অযুহাতে কোন কথা বলতে পারবেনা বলে জানিয়েছেন। এঘটনায় অর্থির পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নী।
এসআই শংকর কুমার জানান,স্থানীয় জনগন শরিফুল ও আজম কে পিটুনী দিয়ে তাদের হাতে সোপর্দ করেছে। এ বিষয় টি যাচাই বাছাই করা হচ্ছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, শরিফুল ইসলাম ও চালক আজম কে আটক করে থানায় আনা হয়েছে। মেয়ের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।