বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ১জন আটক

By মেহেরপুর নিউজ

October 02, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি র‌্যাবের আটক হয়েছেন। এসময় ১টি ওয়ান শার্টারগান ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়।

আটককৃত রাশেদুল গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত সােয়া ২ টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা নিজ গ্রাম থেকে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক।

তিনি জানান,পূর্ব শত্রুতার কারণে আটককৃত রাশেদুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসত ঘরের দক্ষিণ পাশে একচালা টিনের ছাউনি ও বাঁশের চাটাইয়ের বেড়া দ্বারা নির্মিত রান্না ঘরের ভিতরে ১টি শার্টারগান ও ১টি হাসুয়া লুকিয়ে রেখেছিল। আটককৃত আসামীকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। কমান্ডার আরাে জানান,জিজ্ঞাসাবাদে রাশেদুল তার দােষ স্বীকার করেছে।