মেহেরপুর নিউজ, ২৯ এপ্রিল:
মেহেরপুরের গাংনীতে অনৈতিক কর্মকান্ড কিছুতেই থামছেনা। গত কয়েকদিনে গাংনী উপজেলার ৫ টি গ্রামে অনৈতিক কর্মকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্য অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। অনৈতিক কর্মকান্ড থেকে মুক্ত থাকতে সকল কে সচেতন হওয়ার পরামর্শ সমাজের বিশিষ্টজনদের।
স্থানীয় ও গাংনী থানা সূত্রে জানা গেছে,গত ২৪ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার সহড়াতলা গ্রামে আব্দুর রহমানের ছেলে মহিবুল ইসলাম পার্শবর্তী জনৈক্য এ গৃহবধুর সাথে অনৈতিক কর্মকান্ড জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে গৃহবধু বিষপান করে আত্মহত্যার চেস্টা করে। গৃহবধু বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত কয়েকদিন আগে উপজেলার খাসমহল গ্রামে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে এই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুলালের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। বর্তমানে দুলাল পলাতক রয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই মাহাবাত আলী।
গত রবিবার রাতে উপজেলার গাড়াডোব হাটপাড়া গ্রামে ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে ঘুমের ওষধ সেবন করিয়ে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠে এই গ্রামের কাউছার আলীর ছেলে বেল্টুর বিরুদ্ধে। এ ঘটনায় মুখ খুলতে নানা ভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বেল্টুর বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে এক নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন হাফিজ উদ্দীন নামের এক ব্যক্তি। হাফিজ নওপাড়া গ্রামের বুড়ো মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে হাফিজ ও মাঠপাড়া এলাকার এক গৃহবধুর সাথে অনৈতিক কাজে লিপ্ত ছিলো। এসময় স্থানীয়রা তাদের দেখে ফেলে। তাদের হাতে নাতে ধরে রাখে। পরে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফের কাছে সোপর্দ করেন। উপজেলার কসবা গ্রামের রাফিউল ইসলাম নামের এক মুদি দোকানীর সাথে প্রতিবেশি এক নারীর সাথে পরকিয়া সম্পর্ক হয়। কিছুদিন আগে গভীর রাতে রাফিউলের বাড়ির পাশে ঝোড়ের মধ্যে দু’জনকে আপত্তিকর অবস্থায় আটকের দাবি করেন স্থানীয়রা। পরকিয়া প্রেম ও ব্যাভিচারের অভিযোগে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী। সে সময় রাফিউলও আত্মগোপন করে। এ ঘটনা শেষ পর্যন্ত গাংনী থানা পুলিশ তদন্ত করছেন।
এ নিয়ে আতঙ্কিত অভিভাবকরা। সচেতনতা সৃষ্টির মাধ্যমে এ ধরণের সামাজিক অবক্ষয় রোধে সকলের এক হয়ে কাজ করতে হবে বলে মত দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।