তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
গাংনীতে অনশনকারি মৌমিতা খাতুন পলি তার মা হুসনিয়ারা বেগম এবং তার স্বামী মোমিনের বিরুদ্ধে অবশেষে পাঁচ কোটি টাকার মানহানীর মামলা করেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার মেহেরপুর চীফ জুডিশিয়ার আমলী ২য় আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় স্বাক্ষী করা হয়েছে সাংবাদিকসহ ছয় জনকে। রোববার বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গাংনী পৌর সভায় চাকরীর জন্য মৌমিতা খাতুন তার স্বামীর সহায়তায় কয়েক দফায় ১৫ লাখ টাকা মেয়র ও তার স্ত্রীর ব্যাংক একাউন্টে জমা করেন বলে দাবী করেছেন মৌমিতা খাতুন পলি।
২০১৮ সালে মৌমিতা খাতুনকে চাকুরি না দিয়ে অন্য একজনকে নিয়োগ প্রদান করেন । দীর্ঘদিন ওই ১৫ লাখ টাকা ফেরত চেয়ে না পাওয়ায় মৌমিতা ও তার মা গত ২০ আগষ্ট গাংনী উপজেলা শহীদ মিনারে অনশন শুরু করেন। এদিকে বিভিন্ন সংবাদপত্রে মৌমিতার অনশনের খবর প্রকাশিত হলে মানহানী হয়েছে মর্মে মেয়র আশরাফুল ইসলাম মৌমিতা খাতুন ও তার মা এবং স্বামী মোমিনের বিরুদ্ধে মেহেরপুর চীফজুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মানহানী মামলা দায়ের করেন। মানহানি মামলা নং সি আর ২১৬/২০২০ বিজ্ঞ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২য়। এ মামলায় সংশ্লিষ্ট প্রত্রিকার সাংবাদিকসহ ছয় জনকে স্বাক্ষী রাখা হয়েছে। এদিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী জানান, তিনি এ সংক্রান্ত কোন নথিপত্র অদ্যাবধি পান নি।