গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর গাংনী উপজেলা সভাপতি আব্দুর রশীদ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গাংনী ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ পরিবার স্মরণসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সুজন এর মেহেরপুর জেলা সম্পাদক ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন।
করমদী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সায়েম পল্টুর সঞ্চালনায়-সভায় মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,মরহুম আব্দুর রশীদের ভাই মেহেরপুর সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক,বিশিষ্ট শিক্ষকবিদ সিরাজুল ইসলাম, মরহুম আব্দুর রশীদের ঘনিষ্ট বন্ধু কুষ্টিয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আক্তার হোসেন, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম,সাবেক অধ্যক্ষ আব্দুস ছাত্তার, নাগরিক কমিটির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সমাজ সেবক কিতাব আলী বিএসসি।
এসময় বক্তব্য রাখেন মরহুম আব্দুর রশীদের সহপাঠি বিল্লাল হোসেন, গাংনী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আনজুমান বানু,বিএনপি নেতা ও মরহুম আব্দুর রশীদের ছাত্র আব্দুল আওয়াল ,আব্দাল হক, সাংবাদিক জুলফিকার আলী কানন, মরহুম আব্দুর রশীদের কন্যা জান্নাতুল ফেরদৌস তাপসী ও একমাত্র ছেলে মুহাম্মদ সাহেদ,দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হেলালউদ্দীন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা মরহুমের কর্মজীবন ও তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম।