বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অগ্নিকান্ডে পশুসহ মালামাল পুড়ে ভস্মীভূত

By মেহেরপুর নিউজ

January 16, 2025

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার গােপালনগর গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহপালিত মুরগীসহ ঘরে রাখা মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গােপালনগর গ্রামের খেদের আলী মােল্লার ছেলে কামরুজ্জামানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্তা কামরুজ্জামান জানান, রান্না ঘরের চুলার আগুন পাটকাটির গাঁদা লাগে। ওই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির আসবাবপত্র রাখার ঘর ও মুরগী রাখার ঘরে। এতে বেশ কিছু মুরগী ও আসবাবপত্রসহ আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে,খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁছানাের আগেই মালামাল ও মুরগী পুড়ে ভস্মীভূত হয়।