গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামে দাঁত ব্রাশ করা পাউডার ভেবে দাঁত পরিস্কার করতে গিয়ে ফাতেমা খাতুন (৩) নামের এক শিশু অসুস্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শিশু ফাতেমা শানঘাট গ্রামের মহিবুল ইসলামের মেয়ে।
বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশু ফাতেমার মা হােসনেয়ারা খাতুন জানান,ঘরের চৌকির নিচে একটি কাগজে মােড়ানাে ইদুর মারার বিষ রাখা ছিল। ফাতেমা ওই বিষ দাঁত ব্রাশ করা পাউডার ভেবে দাঁত পরিস্কার করছিল। এক পর্যায়ে বিষক্রিয়া হয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমান সে সুস্থ আছে।