অন্যান্য

গরু বিক্রির টাকার ভাগ না দেয়ায় ছোট বোনকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

January 10, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: গরু বিক্রি করার টাকার ভাগ না দেয়ায় বড় ভাই ও ভাবি দুজনে মিলে পিটিয়ে জখম করেছে ছোট বোন সান্তনাকে। শনিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

টুঙ্গি গ্রামের আব্দুল গনির মেয়ে সান্তনা জানান, ঘটনার দিন তার একটি গরু বিক্রি করার পর তার বড় ভাই সাধন তার কাছে টাকার ভাগ চাই। সান্তনা ওই টাকার ভাগ দিতে অস্বীকৃতী জানালে সাধন ও তার স্ত্রী মুর্শিদা মিলে তাকে পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা সান্তনাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।