বিশেষ প্রতিবেদন

গরুর মাংসে আরবি হরফ

By মেহেরপুর নিউজ

November 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর: মেহেরপুরের কুতুবপুর গ্রামে গরুর মাংসে আরবি হরফ লেখা পাওয়া গেছে। জানা গেছে, সোমবার মেহেরপুর সদর উপজেলার কুতুরপুর উজুলপুর গ্রামের জিয়ারুলের স্ত্রী নাজমা খাতুন তাদের ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করতে গিয়ে ২ টুকরো মাংশে আরবি হরফে লেখা দেখে থমকে যায়।

পরবর্তীতে মাংস টুকরো দুটো রান্না না করে সংরক্ষণ করা হয়। তবে মাংসের গায়ে আরবি হরফে কি লেখা আছে সেটা পড়া যাচ্ছেনা। এদিকে  এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে মাংস টুকরো ২ টি দেখতে ওই বাড়িতে জনতার ঢল নামে ।