বর্তমান পরিপ্রেক্ষিত

গনহত্যা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 06, 2025

মেহেরপুর নিউজঃ

২৫ মার্চ গনহত্যা দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল হক,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলার শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, সরকারি জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা তুলসী কুমার পাল।

এছাড়াও মেহেরপুর জেলা সরকারি গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুজাফফর হোসেন, নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধাদের ক্যাপ্টেন অবসর আবদুল মালেক, পিপি সাইদুল রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, ওমর ফারুক লিটন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক আব্দুল লতিব, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিত নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমূখ।