করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে করোনা আক্রান্ত ৩১

By মেহেরপুর নিউজ

February 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

মেহেরপুর থেকে  সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, রাতে তার মধ্যে ৬৪টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার  তার মধে ৩১ টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২৩৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৩৩, গাংনী উপজেলায় ৫৯ ও মুজিবনগর -৩২ জন।

জেলাতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২ জন। তার মধ্যে সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর  উপজেলায় ৪০ জন।

মেহেরপুর জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪ হাজার ৫৫৬ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২১১৯, গাংনী উপজেলায় ১৭৭৯ ও মুজিবনগর উপজেলায় ৬৫৮ জন।

বৃহস্পতিবার মেহেরপুর জেলায়  ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৩ হাজার ৬২৩ ডোজ। জেলাতে এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ১৫ হাজার ৮৭২ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২৭ হাজার ৮১১ ও মহিলা-৪ লক্ষ ৮৮ হাজার ৬১।  ১ম ডোজ-৫ লক্ষ ১৪ হাজার ৩৩৯ ও ২য় ডোজ-৩ লক্ষ ৯৪ হাজার ৩৩ এবং ৩য় ডোজ-৬ হাজার ৫২৬।

৯৯২ ও মহিলা-৪ লক্ষ ৮২ হাজার ৬৮৫। এর মধ্যে ১ম ডোজ ৫ লক্ষ ১১ হাজার ৩৫৮ ও ২য় ডোজ-৩ লক্ষ ৮৭ হাজার ৭৩১ এবং ৩য় ডোজ-৭ হাজার ৫০০।

সবাই সামাজিক দূরত্ব মেনে , নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখা সহ মাস্ক ব্যাবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে সিভিল সার্জন