এক ঝলক

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন করে ৬৮ জন করোনা আক্রান্ত

By মেহেরপুর নিউজ

July 07, 2021

মেহেরপুর নিউজ:

গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গাংনী এলাকায়। গাংনী এলাকায় এক দিনে ৩৫ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও সদর উপজেলায় ২৯ জন এবং মুজিবনগর উপজেলায় ৪ জন আক্রান্ত।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭১৯ জন।  ১৪৭৫ জন ইতিমধ্যেই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে আজ সকাল ৮   পর্যন্ত এই জেলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৩ জন সদর উপজেলার, গাংনী উপজেলার ২৭ জন ও ১৭ জন মুজিবনগর এলাকার বাসিন্দা।

বুধবার  স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছিলো তাতে জানানো হয়েছে করোনা পরীক্ষর জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৯৫ জনের রিপোর্ট আসে এর মধ্যে ৬৮ জনের পজিটিভ।  মেহেরপুর জেলায় গতকাল মঙ্গলবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ জন, নতুন ৬৮ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭১৯ জন। এর মধ্যে সদর উপজেলার ২৫৬ জন, গাংনী উপজেলার ৩৫৮ জন ও মুজিবনগর উপজেলার ১০৫ জন।