মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যাক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলের শরীফ, মেহেরপুর বেড়পাড়া ৩ নম্বর ওয়ার্ডের মোসলেম উদ্দিনের ছেলে জাহিদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার আবুল কাশেমের ছেলে লালন শেখ, সদর উপজেলের ময়ামারি গ্রামের চাঁদ আলীর ছেলে আব্দুর রশিদ, সাহেবপুর গ্রামের লিয়াকত মোল্লার ছেলে শরিফুল ইসলাম, একই গ্রামের মোজাম্মেলের ছেলে লিয়াকত, আনারের ছেলে আলতাফ, আলতাবের ছেলের সাজু, বলিয়ারপুর গ্রামের পিজির উদ্দিনের ছেলে আবুল কালাম এবং খোকসা গ্রামের সলেমান খানের ছেলে সাজ্জাদ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদর থানায় কর্মরত কর্মকর্তারা সদর উপজেলার বিভিন্ন গ্রাম অভিযান চালিয়ে তাদের আটক করেন।