মেহেরপুর নিউজ,১৫ ফেব্রুয়ারি:
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ২ দিনে সফরে মেহেরপুরে পৌছেছেন।
রোববার রাতে তিনি সড়ক পথে মেহেরপুর সার্কিট হাউজে পৌছালে জেলা প্রশাসক মাহমুদ হোসেন তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। বিভাগীয় কমিশনার আবদুস সালাম, জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুজ্জামান,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে সার্কিট হাউজে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে।