মেহেরপুর নিউজ:
দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রেমিকা মেহেরপুর সদর উপজেলার আশরাফুল গ্রামের পৌঁছানোর ১দিন পর তহমিনাকে তার পরিবারের লোকজন এসে নিয়ে গেছে।
মঙ্গলবার সকালের দিকে উভয় পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে কোনো সুরাহা না হওয়ায় তাহমিনাকে তার পরিবারের লোকজন বাড়ি নিয়ে যায়। মোবাইলে দেড় বৎসর যাবৎ প্রেমের সুত্র ধরে । দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রেমিকা তহমিনা খাতুন গত রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফুর গ্রামে তার প্রেমিক সুমনের বাড়ি পৌঁছানোর পর প্রেমিক সুমন সহ প্রেমিকের পিতা-মাতা বাড়ি থেকে পালিয়ে যায়। প্রেমিকা তাহমিনা খাতুন কে পরে সুমনের এক আত্মীয়র বাড়িতে রেখে দেয়।
খবর পেয়ে পরদিন তাহমিনা খাতুন এর পরিবার থেকে তার চাচাতো ভাই সহ তিন জন আশরাফুর গ্রামে পৌঁছান। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালের দিকে আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলামসহ দুই পরিবারের সদস্যদের নিয়ে মীমাংসার জন্য বসেন। দীর্ঘ আলোচনা শেষে বিষয়টি কোন মীমাংসার না হওয়ায় তাহমিনার পরিবার থেকে মামলা দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং তহমিনাকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন।
জানা গেছে সুমন প্রায় দেড় বছর পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে নরসিংদী জেলার শ্রীনগর উপজেলার পঞ্চগড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে এক সন্তানের জননী তাহমিনার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ দেড় বছরের মধ্যে তারা অসংখ্যবার মোবাইলে কথাবার্তা বলেছেন।
তাহমিনা জানান, কয়েকদিন পূর্বে সুমন তাকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। সে মোতাবেক তাহমিনা রবিবার দুপুরের দিকে নরসিংদী থেকে মেহেরপুরের আশরাফপুর গ্রামের সুমনের বাড়িতে এসে পৌঁছায়। এদিকে তহমিনাকে আসতে দেখে সুমন, তার পিতা-মাতা বাড়ি থেকে আত্মগোপন করে। সন্ধ্যার দিকে আশরাফপুর গ্রামে সুমনের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে তহমিনা।
প্রায় ৫ বছর আগে প্রথমবার বিয়ে হওয়ার পর তার প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তার ঘরে রয়েছে ৪ বছর বয়সী এক সন্তান । তাহমিনা আরো জানান, প্রায় দেড় বছর থেকে মোবাইল ফোনে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সুমনের কথামত তার বাড়িতে চলে আসে সে। এদিকে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানের খবর পেয়ে সাহেবপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।