মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: দক্ষিন কোরিয়ায় ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব রিলিজিয়ন্স ফর পীস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদানের জন্য আজ সোমবার বাংলাদেশ ত্যাগ করছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মেহেরপুরের কৃতি সন্তান প্রখ্যাত শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন। সোমবার দুপুর ২টা ১০ মিনিটে চাইনা ইস্টার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামী ১৭ ই সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর দক্ষিন কোরিয়ার রাজধানী সিউলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। হ্যাভেনলী কালচার ওয়ার্ল্ড পীস এন্ড রেষ্টোরেশন অব লাইট নামের একটি আস্তর্জাতিক সংস্থা এ সম্মেলনের আয়োজন করেছে। বিশ্বের ১১৪টি দেশের প্রতিনিধি সম্মেলনে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। সম্মেলনে তিনি ছাড়াও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা সম্মেলনে যোগদানের উদ্যোশে জাকির হোসেনের সফরসঙ্গী হচ্ছেন। সম্মেলন সফলভাবে শেষ করে দেশে ফিরে আসার বাসনায় মেহেরপুর সহ দেশবাসীর বাসীর নিকট দোয়া কামনা করেছেন শিক্ষক নেতা জাকির হোসেন।