বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুর বাজারে মেহেতাজ ইলেকট্রনিক্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 10, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে মেহেতাজ ইলেকট্রনিক্স এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে ফিতা কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেতাজ ইলেকট্রনিক্স এর উদ্বোধন করা হয়। কোমরপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মশিউর রহমান ফিতা কেটে মেহেতাজ ইলেকট্রনিক্স এর উদ্বোধন করেন।এসময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না, প্রবাসী মোশারফ হোসেন, আশরাফুল হক কালু, রোকনুজ্জামান, উজ্জ্বল হোসেন গাইন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, তোয়াজ আলী, সেলিম রেজা, আরিফ হোসেন, খোকন, আনারুল ইসলাম পরেশ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।