বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে রুয়েরকান্দি একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 17, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত ৮ম কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে রুয়েরকান্দি একাদশ জয়লাভ করেছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় রুয়েরকান্দি একাদশ সুপার ওভারে স্বাগতিক বিজয় নিশান ক্লাবকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রুয়েরকান্দি একাদশ ১৪ ওভার সবকটি হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে পবন ৪৩ রান করেন। বিজয় নিশন ক্লাবের আরিফ দুটি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে বিজয় নিশান ক্লাব ১৪ ওপারে ৯ উইকেট ১৩৬ রান করেন। শেষ ৪ বল থেকে বিজয় নিশান ক্লাবের এক রান প্রয়োজন হলেও শেষ পর্যন্ত রান করতে না পারে খেলা টাই হয়। প্রয়োজন পড়ে সুপার ওভারের। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক বিজয় নিশান ৭ রান করে।

জবাবে খেলতে নেমে শেষ বলে ছয় মেরে রুয়েরকান্দি জয় ছিনিয়ে নেই।পবন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না পুরস্কার তুলে দেন।