ক্রিকেট

কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে শিবপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে শিবপুর একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত খেলায় শিবপুর একাদশ ৩ উইকেটে মেহেরপুর-২ নং ওয়ার্ডকে পরাজিত করে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-২ নং ওয়ার্ড ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৩ রান করেন। দলের পক্ষে ওমর ৪৩, রাজ ৪২, অনু ৩৫ রান করেন। জবাবে খেলতে নেমে শিবপুর একাদশ সোয়েবের সেঞ্চুরির সুবাদ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শিবপুর একাদশের সোয়েব ১২৮ রান করেন।

বিজয়ী দলের সোয়েব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়।মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না,শিক্ষক আব্দুল মাবুদ,কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস সানোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।