মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে দরবেশপুর একাদশ জয়লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় দরবেশপুর একাদশ ২৯ রানে সাহেবপুর একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দরবেশপুর একাদশ নিশান ও বোরহানের ঝড়ো ব্যাটিং সুবাধে ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান করেন। দলের পক্ষে নিশান ৭৭ এবং বোরহান ৪৮ রান করেন। সাহেবপুর একাদশের ফয়সাল ও শহিদুল ২ টি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে সাহেবপুর একাদশ মুন্নার শতকের পরও দরবেশপুর একাদশের নিশানের বিধ্বংসী বোলিং মুখে ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুন্না ১০৯ রান করেন। দরবেশপুর একাদশের নিশান ৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান।বিজয়ী দলের নিশান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
মেহেরপুর সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়।মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না,শিক্ষক আব্দুল মাবুদ,কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস সানোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।