মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে উজলপুর একাদশ জয়লাভ করেছে।
রবিবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত খেলায় উজলপুর একাদশ ২৬ রানে প্রতিবেশী ঝাওবাড়িয়া একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উজলপুর একাদশ হুজাইফার ঝড়ো ব্যাটিং সুবাধে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করেন। দলের পক্ষে হুজাইফা (অপঃ) ৯৬ এবং নাসিম ৫১ রান করেন।ঝাওবাড়িয়া একাদশের রহমান,সজিব ও লিজন ১ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে ঝাওবাড়িয়া একাদশ উজলপুর একাদশের মুকুলের বিধ্বংসী বোলিং মুখে ১২.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে লাভলু সর্বোচ্চ ৫১ রান করেন। উজলপুর একাদশের মুকুল ৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান।বিজয়ী দলের হুজায়ফা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়। সানোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এর আগে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না, কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস খেলোয়ারদের সাথে পরিচিত হন।