বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরব ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 08, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।

বুধবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত খেলায় গোভীপুর ভৈরব ক্লাব ৪ উইকেটের দিঘিরপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দিঘিরপাড়া একাদশ ১৩.২ ওভারে ১৩৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে পারভেজ ৮৪ রান করেন। গোভীপুরের পক্ষে কদর ৪ উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১১.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের আব্দুল্লাহ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না, কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সানোয়ার হোসেন সেন্টু, বিজয় নিশান ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন, মুস্তাক আহমেদ, মশিউর রহমান, আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।