মেহেরপুর নিউজঃ
কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে পল্লবের ১৯ বলে ৭২ রান ১ ওভারে ৪ উইকেট
হ্যাটট্রিকসহ ১ ওভারে ৪ উইকেট। ১৯ বলে ৭২ রান। পরাজিত দলের দুজন হাফ সেঞ্চুরিসহ অনেকগুলি রেকর্ড এর মধ্যে দিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করা হয়েছে।
কোমলপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় আমঝুপি খেলাঘর তাদের জয়ের সূচনা করেছে। আমঝুপি খেলাঘর ৭ উইকেটের বড় ব্যবধানে ঝিনেদার মহেশপুর একাদশে পরাজিত করে। টস জিতে আমঝুপি খেলাঘরের অধিনায়ক লিওন প্রতিপক্ষ মহেশপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে মহেশপুর একাদশ মোহন ও টুয়েলের অর্ধশতকের সুবাদে নির্ধারিত ১৪ ওভারে ১৩৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মোহন ৫৭ এবং টুয়েল ৫১ রান করেন।
আমঝুপি
খেলা ঘরের পল্লব ৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনে আপে ধ্বস নামান। দলের পক্ষে জামিরুল দুটি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমঝুপি খেলাঘর পল্লবের আগ্রাসী ব্যাটিং সুবাদে ৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায়। বল হাতে ৪ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে পল্লব মাত্র ১৯ বল মোকাবেলা করে ৭২ রানের একটি ঝড় উইনিংস গড়ে দলকে সহজ জয় সহযোগিতা করার পাশাপাশি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না, কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সানোয়ার হোসেন সেন্টু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাহেব, বিজয় নিশান ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন, মুস্তাক আহমেদ, মশিউর রহমান, আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।