মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে ৮ম কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে।
শুক্রবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড ১১ রানে দরবেশপুর একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড আলিফের অনবদ্য সেঞ্চুরি সুবাদে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলিফ ৩৬ বলে ১১৭, মাহমুদুল্লাহ ৫৫ রান সংগ্রহ করে।
দরবেশপুরের বোরহান ও শাকিল দুটি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে দরবেশপুর একাদশ ১৪.৫ বলে ২১০ রান করে সবাই আউট হয়ে যায়। শাকিল দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন। মেহেরপুর-১ নম্বর ওয়ার্ডের পক্ষে নাহিয়ান ৪টি উইকেট লাভ করে। বিজয়ী দলের নাহিয়ান ৪টি, মনি ও মাহমুদুল্লাহ ২টি করে উইকেট লাভ করেন। আলিফ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়। মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না, আনোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে ম্যান অব পুরস্কার তুলে দেন।