মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর আমিনা বাইতুল উলুম মাদ্রাসার উদ্যোগে হিফজুল কুরআন ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে কোমরপুর আমিনা বাইতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে হিফজুল কুরআন ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। বাশার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিফজুল কুরআন ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান করেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন কোমরপুর আমিনা বাইতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে হিফজুল কুরআন ফারেগীন ছাত্রদের পিতাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।