বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুরে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 25, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর আমিনা বাইতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বুধবার রাতে কোমরপুর আমিনা বাইতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। ইশারা শিল্পগোষ্ঠীর শিল্পী আলকামা আবরার, ক্বারী মতিউল্লাহ সাইম, জায়েদ ইবনে রাসুল, আবু সুফিয়ান সাদী, আরিয়ান আবরার হাসিব,মাহাফুজুর রহমান এতে ইসলামী সংগীত পরিবেশন করেন।