কবিতা

কোভিড -১৯

By মেহেরপুর নিউজ

April 04, 2020

 নুর আলম:

================

স্বদেশ বিদেশে যে ঘুরতো বীরের বেশে

সুখ পাখিটি ধরতে যে

ছুটেছিল স্বপ্নের দেশে

মৃত্যুর দাবানলে পুড়ে

সব হলো ছাই

স্বজনেরা করে শুধু হাই হাই হাই।

 

করোনা সে বোঝেনা ইউরোপ আমেরিকা

সাদা কালো কিম্বা বাড়িয়ালা ভাড়াটিয়া।

কেন এলো করোনা ভেবে

দেখো মানবেরা

হানাহানি মারামারি আর যেন করো না।

ডিজিটাল যুগে এলো  ডিজিটাল ভাইরাস

অমানবিক পারমানবিক

মাঠে নেই কেউ আজ

ঘরে ঘরে বন্দী জনতার ফন্দি

যদি থাকা যায় বেঁচে ভাইরাস করোনায়।

 

কালে কালে মহাকালে এসেছে শিক্ষা

স্বগর্চূত এ জাতি ভুলে যায় দীক্ষা।

ছোট গ্রাম বড় টাউন সব আজ লক ডাউন

হলে পারে ভাইরাস থাকে

নাকো কেউ তার হয় কি জানাজা কোথা

তার কবরের নিশানা

ভাবি আমি বার বার এই

দিন হলে পার গুণগান চলবে কি

সুমহান স্রষ্টার?

প্রতিনিয়ত মৃত্যুর মিছিলের সাড়ম্বর

আয়োজন বাঁচাও বাঁচাও হে মহান সর্বশক্তিমান ।