জুলফিকার আলী কানন :
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ “করোনা” ভাইরাস এখন এক আতংকের নাম। ইতোমধ্যে বিশ্বের ধনী রাস্ট্রগুলো কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।এসব দেশগুলোতে প্রতিদিনই হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন এই মহামারীতে। বাংলাদেশও এই মহামারীর ছোবলে ইতোমধ্যে ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো।কর্মহীন ও বেকার হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ।
দেশের বিভিন্ন স্থানে সরকারীভাবে লকডাউন ঘোষণা করেছে।তবে করোনা থাবা থেকে নিজেদের বাঁচাতে অধিকাংশ মানুষ নিজেরাই স্বঘোষিত লকডাউন ঘোষণা করেছেন। সরকার সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি নানা ধরনের কর্মসূচীও হাতে নিয়েছেন। সেক্ষেত্রে স্কুল কলেজসহ অন্যান্য শিক্ষা প্র্রতিষ্ঠান বন্ধ, মসজিদে নামাজে কিছু বিধি নিষেধ, বাজার-ঘাট, বা জনসমাগম এলাকা এড়িয়ে চলার কথা বলছেন। পুলিশ, বিজিবি, র্যাব ও সর্বশেষ সশস্ত্র বাহিনীকেও মাঠে নামিয়েছেন সরকার ।
সরকার এক্ষেত্রে শতভাগ সফল না হলেও অনেক কাজ হচ্ছে। সামাজিক সচেতনতা সৃষ্টিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিরাও মাঠে কাজ করছেন রাতদিন সমানভাবে।
করোনার থাবার ভয়ে এখন সকল পেশাজীবি মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন মানুষগুলোকে হয়তো প্রশাসন, জনপ্রতিনিধি বা স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানগুলো মাঝে মধ্যে ত্রান সহায়তা দিচ্ছেন। আসলে আমরা কি আদৌও জানি “যে পরিমান ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন সেটা তাদের পরিবারের জন্য যথেষ্ট কিনা। হয়তো তাদের জন্য বরাদ্দ করা হচ্ছে সরকারীভাবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল আর কিছু নগদ অর্থ। অথবা টিসিবির উদ্যোগে ন্যায্য মূল্যে আরো কিছু প্রয়োজনীয় খাদ্যপণ্য। ওএমএস এর মাধ্যমে ১০ টাকা কেজি দরে কিছু চাল। আবার এগুলো নিতে গেলেও পড়তে হচ্ছে নানা ধরনের বিড়াম্বনা। ওএমএস বা টিসিবির পন্য নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গাঁদাগাদি ঠাঁসা-ঠাঁসি করে দাড়িয়ে থেকে কেউ কেউ পেলেও খালি হাতে ফিরে আসছেন অনেকেই।
ইতোমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে ভ্যান, নসিমন, করিমন, আলগামন, বাস, ট্রাক চালক, চা দোকানী, কুলে মজুর, মুটে,ইটভাটার শ্রমিক, বিভিন্ন কলখারখানা ও সবচেয়ে বড়খাত পোশাক শ্রমিক, বিভিন্ন দোকানে কর্মরতসহ অন্যান্য ক্ষুদ্র পেশাজীবি মানুষ। তাদের পরিবারের মাঝে হাহাকার হয়ে উঠেছে মাত্র এই কয়দিনে। সরকারীভাবে ত্রাণ দেওয়াও হচ্ছে। কিছু কিছু মানুষ একাধিকবার ত্রাণ সহায়তা পেলেও অনেকেই একেবারে এ সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছেন। জনপ্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পর্যায়ের জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা চাচ্ছেন। কিন্তু গ্রামের ওই জনপ্রতিনিধি বা স্থানীয় নেতারা প্রকৃতপক্ষে যারা পাওয়ার মত তাদের নাম না দিয়ে নিজেদের আত্মীয়স্বজন বা সংগঠনের লোকজনকে একাধিকবার দেওয়ার ব্যাবস্থা করছেন। ফলে অনেক কর্মহীন মানুষ ত্রাণ সহায়তা না পেয়ে হাহাকার হয়ে উঠছেন। যারা একেবারেই কর্মহীন, দরিদ্র এবং অসহায়রা কিছু সহযোগীতা পেলেও মধ্যবিত্ত শ্রেনীর মানুষ এখন আরো সংকটময় সময় পার করছেন। তাদের এখন একদিকে করোনা ভয়, অন্যদিকে আহার যন্ত্রণা।তারা না পারছেন হাত পাততে না পারছেন কাজ করতে। উভয় সংকটে ভুগছেন এই শ্রেনীর মানুষ। এসব কথাবার্তা সরকার, বুদ্ধিজীবি শ্রেনী থেকে শুরু করে সবাই মুখে বলছেন অথচ, কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেননি।
তবে সবচেয়ে হতাশার কথা হলো, বিভিন্ন সময়ে এদেশের বড় বড় এনজিও প্রতিষ্ঠান, শিল্পকারখানার মালিক এবং কিছু বুদ্ধিজীবিরা দেশের এই ভয়াবহ সংকটময় মূহূর্ত সরকার এবং অসহায় মানুষের পাশে এখন পর্যন্ত দাঁড়াননি। এনজিও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে বিশ্বের দাতা প্রতিষ্ঠাণগুলোর কাছ থেকে কোটি কোটি পাউন্ড- ডলার নিয়ে এসেছেন হতদরিদ্র কর্মহীন মানুষের উন্নয়নের নামে। দাতাদের দেখিয়েছেন কিভাবে দেশের অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন। এইটাই মোখ্খম সময় তাদের পরীক্ষা করার। সরকারের উচিৎ এই সময়ে তাদের ডেকে একটা পরিস্কার জবাব চাওয়া। কেনো এখন পর্যন্ত তাদের ভূমিকা নিশ্চুপ। এতদিন যেসব অর্থ দাতা সংস্থাগুলোর কাছ থেকে উন্নয়নের নামে হাতিয়ে নিয়েছে সেগুলো কোথায় ? সদত্তোর দিতে না পারলে তাদের বিদেশ থেকে নিয়ে আসা সব অর্থ বাজেয়াপ্ত করে হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।