শাকিল রেজা, ০৪ মে:
মুজিবনগর উপজেলার হারুনুর রশিদের ছেলে সাইদুল ইসলাম।৬ষ্ঠৃ শ্রেনীর ছাত্র সে।বয়স ১২ থেকে ১৩ বছর। এত বড় পাকৃতিক দূর্যোগেও মাছ ধরায় ব্যাস্ত সাইদুল।
এ যেন রবি ঠাকুরের আরেক ফটিক।আসলেই কিন্তু সে রবি ঠাকুরের ফটিক না। মুজিবনগর অনন্যা পার্কের ভিতর তার বাড়ি। সারাদিন খায় দায় আর ঘোরাঘুরি। এদিক সেদিক ঘুরে বেড়ানোই তার কাজ। এই ভয়াভহ পাকৃতিক দূর্যোগের মাঝেও তার দূরন্তপনার কোন কমতি নাই।ভালোলাগাকে প্রাধন্য দিতে তার এই মাছ ধরা।
আজ শনিবার সকালে মুজিবনগরের অনন্য পার্কে গিয়ে হঠাৎ চোখে পড়ে পার্কের পুকুড়ে সেটকি দিয়ে মাছ ধরে বেড়াচ্ছে সাইদুল। ঘুর্ণিঝড় ফণীর আতঙ্কে যখন সকল মানুষ আতঙ্কিত। তখন সে ভয় না করে মাছ ধরে বেড়াচ্ছে।
জানতে চাইলে সাইদুল জানায়, এসব করতে ভালোলাগে তার। তাই সে এই ধরনের কাজ করে।