নির্বাচন

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কল্পনার নৌকার পক্ষে ভোট প্রার্থনা

By মেহেরপুর নিউজ

June 09, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচন-২০২২ এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান রিটনের নৌকা মার্কার নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দিনের অধিকাংশ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা ভোট প্রার্থনা করার পাশাপাশি মেহেরপুর পৌরসভার উন্নয়ন ধারা অব্যাহত থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন । এ সময় তিনি উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এদিকে এর আগে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।