মেহেরপুর নিউজ ২৪ ডট কম ,২৭ ফেব্রূযারি:
ভোটার সংখ্যা বেশী, বুথ লাগবে ১০টি, কিন্তু গাংনীর একটি কেন্দ্রের ২ টি ভবনে কক্ষ আছে মাত্র ৬টি। প্রিজাইডং অফিসারের কক্ষ টি ছেড়ে দিয় হয়েছি ৭টি। তারপরও লাগবে আরো ৩টি। কি আর করা, কেন্দ্রর বাইরে সামিয়ানা টানিয়ে সেই ৩টি বুথ তৈরি করে নেয়া হচ্ছে ভো গ্রহন।
গাংনী উপজেলার ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্র এটি।
কেন্দ্রের প্রিজাইডি অফিসার মশিউর রহমান জানান, এ কেন্দ্র ভোটার সংখ্যা ৩৮০২ জন। ১০টি বুথে ভোট গ্রহন করার কথা। কিন্তু প্রিজাইডিং অফিসারের কক্ষ দিয়েও এখানে বুথ আছে মোট ৭টি। এ কারনে সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভবনের বাইরে ৩টি বুথ তৈরি করে এ ভোট নেয়া হচ্ছে।