তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
কৃষি পাঠাগার ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রতি ইঞ্চি মাটির ব্যবহার শীর্ষক আলোচনা সভায় বললেন এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, “কৃষি ও কৃষকের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব” ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে কৃষি উৎপাদিত সবজি পরিদর্শন ও কৃষিতে প্রতি ইঞ্চি জমির ব্যবহার শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিস এ সভার আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন জমি দিলে আগামী এক বছরের মধ্যে সরকারি সহযোগিতায় একটি কৃষি পাঠাগার তৈরি করে দেয়া হবে।
করোনা ভাইরাস পরবর্তী সময়ে যেন খাদ্য বা সবজি ঘাটতি না হয়, সে লক্ষ্যে বসতবাড়ির আঙ্গিনায় প্রতি ইঞ্চি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে শাকসবজি ও বিভিন্ন ফলমূল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে নারীদের ভূমিকার কথাও স্বীকার করেন এমপি সাহিদুজ্জামান খোকন। তিনি তাঁর নিজ গ্রামের বসতবাড়ির আঙ্গিনায় উৎপাদিত শাকসবজি সরেজমিনে পরিদর্শন করেন এবং নারীদের এ কাজের প্রশংসা করেন। এ প্রকল্পের আওতায় এলাকার ১৮০ জন নারী সম্পৃক্ত রয়েছেন।
এ সময় তিনি কীটনাশক ব্যবহার না করে সবজি উৎপাদনের বিভিন্ন প্রকল্পও পরিদর্শন করেন। এ সময় এমপি সাহেবের সহধর্মিনী লায়লা আরজুমান বানু, তেরাইল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়াহেদ আলী, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।