ডেস্ক রিপোর্ট, ১৪ মার্চ:
জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামের ওপর যদি অন্যায় হয়ে থাকে, তবে অবশ্যই জেলা প্রশাসককে প্রশ্নের মুখোমুখি হতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমি এখনি খোঁজ খবর নিচ্ছি। ’তিনি বলেন,মধ্যরাতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তিনি ইতোমধ্যে একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে পাঠিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট আসবে। তদন্ত রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে মধ্যরাতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আরিফুল ইসলামকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে ধরে নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।