তোফায়েল হোসেন, গাংনী থেকে:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আতার পাড়া চর নামক স্থান থেকে ভারতে পাচারকালে ৩৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন -বিজিবি। আজ রোববার ভোর রাতে ৪৭ বিজিবির উদয়নগর ক্যাম্পের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাছ উদ্ধার করে। ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আরফান আলী জানান, মাছ উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা মাছ ফেলে রেখে পালিয়ে যায়। ।
জানা গেছে, বাংলাদেশ থেকে আতারপাড়া চর নামক সীমান্ত দিয়ে ইলিশ মাছ পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টীম অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৩৫০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সীমান্ত এলাকার গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।