কুষ্টিয়া প্রতিনিধি, ২৪ মে:
“যুক্তির উচ্ছ্বাসে, মুক্তির উদ্ভাসে মাতুক লালনভূমি…” এই স্লোগানকে সামনে রেখে ২য় এনডিএফ বিডি কুষ্টিয়া জোন বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এনডিএফ বিডি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যপক ডা: এস.এম মুসতানজীদ, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক, শেখ মো: আবু সাঈদ, কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান কবীর রানা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা খানম, কালেক্টর স্কুল এন্ড কলেজের শিক্ষক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোহাম্মদ শামসুজ্জোহা, লেখক ইমাম মেহেদী ও মডারেটর শামীম রানা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একে এম শোয়েব বলেন, আমাদের শিশু–কিশোররা অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময়। তাদের মেধা বিকাশের সুযোগ অবারিত করতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিল্প–সাহিত্য ও খেলাধুলা–ক্রীড়া চর্চা শিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, প্রতিযোগিতাসমূহ শিশু–কিশোরদের মেধা–মনন এবং শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগামীদিনে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাদেরকেই দায়িত্ব গ্রহণ করতে হবে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যপক ডা: এস.এম মুসতানজীদ বলেন, শুধুমাত্র তর্কের জন্য বিতর্ক নয়, সঠিক তথ্য–উপাত্ত সংগ্রহ, হৃদয়গ্রাহী–সাবলীল ভাষায় তা উপস্থাপন এবং যুক্তির মাধ্যমে সত্য প্রতিষ্ঠা বিতর্কের অন্যতম প্রতিপাদ্য। তবে সকলকে আগে মানুষ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষুদে বিতার্কিকগণ আগমীদিনে যুক্তিবাদী সমাজ–রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃশ্যমান–কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ,পাবনা, কুষ্টিয়ার ৫ জেলার ৫ শতাধিক বিতর্ক প্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।