বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণাধীন ভবনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 28, 2020

মেহেরপুর নিউজ:

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা ভবন নির্মাণাধীন ভবনের উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিদ্যালয় ভবনের নাম ফলক উন্মোচন করে সেখানে বেলুন উড়ানো এবং কবুতর উড়িয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।