কুষ্টিয়া প্রতিনিধি, ১৩ মে:
কুষ্টিয়ার কুমারখালীতে ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপ – পরিচালক (উপ -সচিব) মৃনাল কান্ত দে, বিশেষ অতিথির বক্তব্য দেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান খান।
১০টি গ্র“পে অংশ নেওয়া প্রতিনিধিগণ বিষয় ভিত্তিক নিজ নিজ গ্র“পের বিষয়ে উপস্থাপন করেন। দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র/ছাত্রীরা অংশ নেয়।
উক্ত কর্মশালায় অংশগ্রহণকারীদের ৮জনকে ১০টি গ্র“পে বিভক্ত করে প্রত্যেকের মতামতের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি’র বাস্তবায়ন বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশমালা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কর্মশালায় ডিজিটাল বাংলাদেশকে উদ্ভাবনী বাংলাদেশে পরিনত করার লক্ষ্যে দারিদ্রের অবসান, মানসম্মত শিক্ষা, জলবায়ু কার্যক্রম, শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুস্বাস্থ্য ও কল্যাণ, নারী পুরুষের সমতা নিশ্চিত করণসহ ১৭টি বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান ও মতামত গ্রহন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ।