মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি (এডহক কমিটি ) এর সভাপতি হিসাবে অনুমোদন পেলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: সাজ্জাদ হোসাইন পলাশ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে আগামী ছয় মাসের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করেন। ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন সাধারন শিক্ষক সদস্য মাজহারুল ইসলাম, অভিভাবক সদস্য মিরাজুর রহমান এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।