নির্বাচন

কুতুবপুর ইউপি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত যাদের

By মেহেরপুর নিউজ

November 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে ১২ জন সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। কুতুবপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সদস্য হওয়ার জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে সেই প্রার্থী পরাজিত হলেও জামানত ফেরত পাবেন। এর নিচে ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নের ৩১ জন প্রার্থীর মধ্যে ১২ জন সদস্য প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের নিচে ভোট পেয়েছেন।

কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সজল হোসেন তালা প্রতীক নিয়ে মাত্র ৩ ভোট, রাশেদুল ইসলাম ফুটবল প্রতীক মাত্র ১৭ ভোট, শফিকুল ইসলাম ঘুড়ি প্রতীক নিয়ে মাত্র ১৬ ভোট, শহিদুল ইসলাম টিউবয়েল প্রতীক নিয়ে ৪১ ভোট এবং সাইফুল ইসলাম টিউবল প্রতীক নিয়ে ৩৯২ ভোট পান। ৫ নম্বর ওয়ার্ডে হাফিজুল ইসলাম টিউবল নিয়ে ৬১ ভোট, ৭ নম্বর ওয়ার্ডের রবিউল ইসলাম টিউবল প্রতীক নিয়ে ৬৪ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে বকুল ফুটবল নিয়ে কোন ভোট পাননি, ৯ নম্বর ওয়ার্ডের আহমদ আলী মোরগ প্রতীকে ২২ ভোট, আব্দুস সালাম ঘুড়ি প্রতীক নিয়ে ৬৮ ভোট, আনিসুর রহমান টিউবল প্রতীক নিয়ে ৫৫৩ ভোট এবং আমিনুল ইসলাম ভ্যানগাড়ী প্রতীক নিয়ে ৬৯৮ ভোট পেয়ে জামানত হারান।