মেহেরপুর নিউজ:
আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন একই সাথে সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে বাসাদ আলী,৬ নম্বর ওয়ার্ডে আনারুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে বিপ্লব হোসেন, তোজাম্মেল হক এবং শফিকুল ইসলাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বর্তমানে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী, জাতীয় পার্টি মনোনীত আব্দুর রশিদ, ইসলামী আন্দোলনের রোকনুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা।
এদিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হলো ১নং ওয়ার্ড থেকে আমজাদ হোসেন, সজল হোসেন,রাশিদুল হক। সাইফুল ইসলাম,শহিদুল ইসলাম, মিনারুল ইসলাম, শফিকুল ইসলাম। ২নং নং ওয়ার্ডের জন্য আক্তার হোসেন, আফতাব হোসেন। ৩ নং ওয়ার্ডের জন্য আশরাফুল আলম, মনজুর রহমান। ৪ নম্বর ওয়ার্ডের জন্য আফরাজুল,আরিফুল ইসলাম। ৫ নম্বর ওয়ার্ডের জন্য হাফিজুল ইসলাম, হেলাল উদ্দিন, কোরবান আলী। ৬ নম্বর ওয়ার্ডের রাজন আলি, সুকচাঁদ আলী। ৭ নম্বর ওয়ার্ডের জন্য গোলাম হোসেন, নাজমুল হক। রবিউল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডের জন্য আরিফুল ইসলাম, বকুল হোসেন,ডালিম মিয়া। ৯ নম্বর ওয়ার্ডের জন্য আবুল কাশেম,হায়দার আলী, , আমিনুল ইসলাম সাবুর.আমিনুর হোসেন, রবিউল ইসলাম ,আহমদ আলী, আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে (১,২,৩) ১ নম্বর ওয়ার্ড থেকে রোজিনা খাতুন, আমেনা খাতুন। (৪,৫,৬) ২ নম্বর ওয়ার্ড থেকে শাহনাজ খাতুন, দিলরুবা খাতুন, রওশনারা, আনোয়ারা খাতুন। এবং (৭,৮,৯) ৩ নম্বর ওয়ার্ড থেকে রহিমা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।