মেহেরপুর নিউজ:
রাত পোহালেই অনুষ্ঠিত হবে কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই স্তরের প্রতিনিধি নির্বাচনে সকাল আটটায় শুরু হবে ভোট গ্রহণ। কোনও বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম দলীয় ব্যানারে হচ্ছে এই নির্বাচন।
রবিবার অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরনইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩৪ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৭ হাজার ৩৮ জন। মহিলা ভোটার রয়েছে ১৭হাজার ২৯ জন। কুতুবপুর ইউনিয়নের ১৫ টি কেন্দ্রের ১০৫ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটদান পর্ব চলবে। কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড তপরোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৭৭২ জন যার সবাই তেরোঘরয়া গ্রামের ভোটার। রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রুদ্রনগর গ্রামের ১ হাজার ১৪৯ জন ।
২ নম্বর ওয়ার্ড শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৬১৬ জন পুরুষ ভোটার। শোলমারী মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার৬০৩ জন মহিলা ভোটার। ৩ নম্বর ওয়ার্ড শুভরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৫৬ জন। ৪ নম্বর ওয়ার্ড কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৭৭৩ জন ভোটার,এরমধ্যে কুতুবপুরের ২ হাজার৩৮০ জন এবং রাধিকা নগরের ৩৯৩ জন।
রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাম দাসপুরের ১ হাজার ৪৪৬ জন। ৫ নম্বর ওয়ার্ড চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৯৮৫ জন।এর মধ্যে হিতিম পাড়ার ১ হাজার ১২০ জন, চাঁদপুর গ্রামের ৮৬৫ জন ভোটার। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮০৩ জন। ৬ নম্বর ওয়ার্ড কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৩ হাজার ৬৫৭ জন।এরমধ্যে কুলবাড়িয়া গ্রামের ২ হাজার ৬৯৬ জন, নিশ্চিন্তপুরের ৪৫২ জন, বৈকন্ঠপুর এর ৫০৯ জন।
৭ নম্বর ওয়ার্ড উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৪৯৫ জন পুরুষ ভোটার। এরমধ্যে উজুলপুর গ্রামের ১ হাজার ৭৩৫ জন, মনোহরপুরের ৭৬০ জন ভোটার। উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৫১৯ জন মহিলা ভোটার। এর মধ্যে উজলপুরের ১ হাজার ৬৮৮ জন। মনোহরপুর এর ৮৩১জন। ৮ নম্বর ওয়ার্ড সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ হাজার ৪২৫ জন ভোটারের মধ্যে সুবিদপুর এর ২ হাজার ৬০১জন, শিশির পাড়ার ৮২৪ জন।৯ নম্বর ওয়ার্ড উত্তর শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৪৯৪ জন, কালিগংনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ হাজার ৭৭৪ জন ভোটার রয়েছে।