বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 09, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ সাইফুর রহমান, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনীধি ইয়াসিন আহমেদ সিয়াম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রাহিদুজ্জামাম প্রমুখ।

“তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।