নির্বাচন

কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া গ্রামে ইদ্রিস আলীর পথসভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 21, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর সমর্থনের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নের তেরোখাদিয়া গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ট্রাক ট্যাঙ্কলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবুসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। এসময় ইদ্রিস আলী উজলপুর,তেরোঘরিয়া সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।