নির্বাচন

কুতুবপুররে বিভিন্ন গ্রা স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ ও পথসভা

By মেহেরপুর নিউজ

December 29, 2023

মেহেরপুর নিউজ:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান তার গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া, শোলমারী, রুদ্রনগর, শুভরাজপুর ভিকির মাঠ কুতুবপুর ফুলবাড়িয়া, চাঁদপুর হেতিম পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে প্রফেসর আব্দুল মান্নান আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কা প্রতীকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলি, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান পথসভায় বক্তব্য রাখেন।