কবিতা

কিশোরী আবেগ

By মেহেরপুর নিউজ

November 03, 2019

অপরাজিতা অর্পিতা

===================

আমি তো আমার অবুঝ বালিকা বেলা তোকে দিই নি

নিঃশর্ত ভাবে তুলে দেইনি আমার রান্নাবাটি খেলার দিন,

তবুও আমার মেয়ে বেলার কথা মনে হলেই কেন

ভেসে আসে তোর মুখ?

তবুও কেন পুতুল খেলার

দিনের স্মৃতিতে তুই ভীষণ উৎপাত করিস আজকাল?

ঝিম ধরা দুপুরে স্কুল

পালানো দিনের কথা মনে হলেই

কেন তোর দুষ্টুমি ভরা চোখ মনে পড়ে?

আমি তো আমার বেনী

ঝুলানো দুরন্ত কিশোরীবেলাও তোকে দিই নি

দিইনি আমার বয়ঃসন্ধি কালের জমানো সমস্ত আবেগ,

তবুও কেন আমার ধুলো জমা কৈশোর জুড়ে

জোনাকি পোকার মত তুই ঢুকে পড়িস?

টিপটিপ আলোর মতো আবেগী ঝড় তুলিস আমার তপস্বী হৃদয়ে?

কেন আমার দিন রাত্রীর কল্পনায় কল্পনাবিলাসী হয়ে,

পড়ে থাকিস নেশাগ্রস্থের মত?

আমি শুধু আমার যৌবন তোকে দিয়েছিলাম,

সাজিয়েছিলাম স্মৃতির বাসর,

আমি আমার আবেগ জমানো প্রতিটি রাত্রি,

ভোর করে দিই তোর সাথে কল্পনায় কথা বলে,

কাটিয়ে দিই আমার একলা অবেলা,

কত না লেখা চিঠি লিখতে লিখতে,

স্বপ্নে আমি এক মরুভূমি পার হয়ে পৌঁছুতে চাই তোর কাছে,

যেখানে তুই ঠাঁই দাঁড়িয়ে থাকিস আমার মনের ঝুল বারান্দায়,

আমি তোর কাছে তবুও পৌঁছুতে পারিনা,

আমি পড়ে থাকি মর্ত্যে,

বিচ্ছিন্ন আবেগের কচুরীপানার মতো।