মেহেরপুর নিউজ:
রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী উপজেলা) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে পল্টন থানায় করা যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় আফজাল হোসেনকে ১০ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি অন্য আদালতে থাকায় পরবর্তী সময়ে রিমান্ডে শুনানি হবে বলে আদালত জানিয়েছেন।এর আগে রোববার মধ্যরাতে আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আফজাল হোসেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।