গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
বাংলাদেশ সরকার মাননীয় প্রধাণমন্রী দেশের দারিদ্রতা দুর প্রকল্পে হতদরিদ্র জন গোষ্ঠির জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা মুল্যে অসহায় কার্ড ধারীদের চাল বিতরণ করে যাচ্ছে। আর সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু ডিলার নামে বেনামে নিজেদের মাঝে কার্ড নিয়ে সরকারের সাথে করছে প্রতারণা।
এমনী অভিযোগ গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের ডিলার বিজয় মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে।
জানা যায় জয়ন্ত মন্ডল ২০১৬থেকে ডিলারশিপ নিয়ে ব্যবসা করে আসচ্ছিল।ইতোবসরে গোপন তথ্যে প্রাপ্ত জয়ন্ত তার সহধর্মীনি মেরীর নামে১টি মা মন্জুয়ারা নামে১টি ভাই পলাশের নামে একটি এবং এক বিধবার স্বামী ঈশান (জয়ন্তর ছেলে)নামে ১টি কার্ড করে গরীবের চাল আত্মসাত করে যাচ্ছে।
জয়ন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পূর্ব থেকেই চেয়ারম্যান ও মেম্মবার দেবাচীষ আমার এ কাড করে দিয়েছেন।তাছাড়া বর্তমানে অতিরিক্ত চার বস্তা চাল গোডাউনে আছে।
এ বিষয় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন,আগামী ২৪ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিতে নিদের্শনা দেয়া হয়েছে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদকে।রিপোর্টের পর প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে ডিলার জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে।